
সিলেটের পীরের বাজারে ব্র্যাক BLC ট্রেনিং সেন্টারে ১৮ ও ১৯ নভেম্বর (মঙ্গলবার ও বুধবার) দুইদিনব্যাপী সারাদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিনটি জেলা নরসিংদী, সিলেট ও সুনামগঞ্জ জেলা নিয়ে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিরাপদ অভিবাসন, বৈধ বিদেশ যাত্রা, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি সচেতনতা বিষয়ে দক্ষ ও সজাগ করা।
প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ট্রেইনাররা—আরিফ আহমেদ ও আজিজ আহমেদ। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে সাংবাদিকবৃন্দও অংশ নেন এবং অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করে কর্মশালাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করেন।
দুই দিনের এই কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রবাসফেরত নারী, যুব সমাজ, স্থানীয় সচেতন ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা অভিবাসন সংক্রান্ত নিরাপদ পথ, বৈধ কাগজপত্র যাচাই, দালালচক্রের প্রতারণা চিহ্নিতকরণ এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণের সঠিক তথ্য পেয়েছেন।
প্রশিক্ষণে বিশেষভাবে বিদেশ ফেরত ব্যক্তিদের অভিজ্ঞতা শোনার মাধ্যমে পুনর্বাসন, বৈধভাবে বিদেশ যাত্রা ও প্রবাসীদের সেবায় কার্যকর ভূমিকা নেওয়ার বিষয়গুলো আলোচিত হয়। অংশগ্রহণকারীরা জানান, তারা কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত হয়েছেন।
ব্র্যাকের কর্মকর্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, প্রবাসীদের অধিকার রক্ষা এবং কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রশিক্ষণ প্রাপ্তরা স্থানীয় জনগণকে অভিবাসন সংক্রান্ত সঠিক তথ্য দিতে পারবে এবং প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালা তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।