ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়াল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নিয়মিত। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত বিভাগজুড়ে ১৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন রোগী শনাক্ত হওয়ায় এই সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, জেলার ভিত্তিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নরূপ:

হবিগঞ্জ: ৮৬ জন

সিলেট: ২৯ জন

সুনামগঞ্জ: ২১ জন

মৌলভীবাজার: ২০ জন

বর্তমানে ১২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে হবিগঞ্জ জেলায়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আক্রান্তদের অনেকে বাইরের জেলা থেকে ডেঙ্গু নিয়ে এসেছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।