ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই প্রার্থিতা ঘোষণায় দেখা গেছে—অনেক আলোচিত ও প্রভাবশালী নেতা বঞ্চিত হয়েছেন, আবার নতুন ও প্রবাসী নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সিলেট জেলা

সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সিলেট-১: সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই আসনে মনোনয়ন পাননি। পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির প্রার্থী হয়েছেন।
সিলেট-২: বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা প্রার্থী হয়েছেন। এ আসনে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি।
সিলেট-৩: স্থানীয় বেশ কয়েকজন ত্যাগী নেতা থাকা সত্ত্বেও মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার এম. এ. সালাম ও আবদুল আহাদ খান জামাল।
সিলেট-৪: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে এই আসনে প্রার্থী করা হয়েছে, ফলে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকিসহ অন্যরা বাদ পড়েছেন।
সিলেট-৫: এ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি।
সিলেট-৬: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রার্থী হয়েছেন; শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী মনোনয়ন পাননি।

সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ-১: কৃষক দলের কেন্দ্রীয় নেতা আনিসুল হক মনোনীত হয়েছেন; কামরুজ্জামান কামরুল বঞ্চিত।
সুনামগঞ্জ-৩: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রার্থী হয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন এম. এ. সাত্তার, এম. এ. কাহার ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন আহমেদ মিলন মনোনীত হয়েছেন; মিজানুর রহমান চৌধুরী বঞ্চিত।
সুনামগঞ্জ-২ ও ৪: এই দুই আসনে প্রার্থী ঘোষণা হয়নি। আলোচনায় আছে, আসন দুটি শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

মৌলভীবাজার জেলা

মৌলভীবাজারের চারটি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার-১: শিল্পপতি নাসির উদ্দিন মিঠু মনোনীত হয়েছেন; শরিফুল হক সাজু ও ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী মনোনয়ন পাননি।
মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম প্রার্থী হয়েছেন; অ্যাডভোকেট আবেদ রাজা বাদ পড়েছেন।
মৌলভীবাজার-৩: প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান প্রার্থী হয়েছেন; মিজানুর রহমান মিজান মনোনয়ন পাননি।
মৌলভীবাজার-৪: মুজিবুর রহমান চৌধুরী মনোনীত; সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু বাদ পড়েছেন।

হবিগঞ্জ জেলা

হবিগঞ্জের চারটির মধ্যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

হবিগঞ্জ-২: ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন প্রার্থী হয়েছেন; আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ বাদ পড়েছেন।
হবিগঞ্জ-৩: কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ প্রার্থী হয়েছেন; অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও ডা. আহমুদুর রহমান আবদাল মনোনয়ন পাননি।
হবিগঞ্জ-৪: সাবেক এমপি ও শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল মনোনয়ন পেয়েছেন; শাম্মী আক্তার ও আমিনুল ইসলাম বঞ্চিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।