ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা কারাগারে

rising sylhet
rising sylhet
আগস্ট ২০, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা কারাগারে। নিয়োগে দুর্নীতি ও অনিয়মের মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মকর্তা কারাগারে গেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রোকনুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন—সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. বিলাল আহমদ চৌধুরী, সেকশন অফিসার বেলাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আজিজ, মো. রেদোয়ান, মো. আব্দুল মজিদ ও তানভীর আহমদ। তারা সবাই দুদকের চার্জশিটভুক্ত আসামি।

২০২৪ সালের ১ এপ্রিল দুর্নীতির অভিযোগে তৎকালীন উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, ২০১৯-২০২৩ সালে বিজ্ঞপ্তি ও অনুমোদন ছাড়াই ২২০ জনকে অ্যাডহকে নিয়োগ দেওয়া হয়, যাদের অনেকে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করেননি। ইউজিসির অনুমোদন ছাড়াই ১৪১টি পদ সৃষ্টি করে তাদের বেতন দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।