ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

rising sylhet
rising sylhet
আগস্ট ৭, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ। সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা ও বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে ভারতীয় সানগ্লাস, ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, শিং মাছসহ বিভিন্ন চোরাচালান পণ্য এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, এই অভিযানে আটক মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।