ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের জকিগঞ্জ সীমান্তাঞ্চলে বিশেষ অভিযানে বড় একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে ১৯ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি সীমান্ত দিয়ে একটি বড় চালান দেশে প্রবেশের চেষ্টা চলছে।

গোয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর মানিকপুর বিওপির একটি টহলদল রাত সাড়ে ১২টার দিকে এলাকায় অবস্থান নেয়। প্রায় রাত দেড়টার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে টহল দল ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। বিজিবির হিসাব অনুযায়ী এর বাজারমূল্য প্রায় ৫৭ লাখ ৩০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।