
সিলেটের ধোপাদিঘীতে ভেসে উঠেছে মৃত মাছ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সিলেটজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে- বিষ প্রয়োগ করে মাছগুলো মারা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাতে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
তবে পুকুরের ইজারাদার খালেদ আহমদের দাবি সেখানে কোন বিষ দেয়া হয়নি। তিনি সেখানে নতুন মাছ ছাড়বেন, তাই জাল ফেলায় আঘাত পেয়ে মাছগুলো মারা গেছে।
জানা যায়, রবিবার রাত থেকে ধোপাদিঘীতে অসংখ্য মৃত মাছ ভেসে উঠার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। নেটিজিনরা দাবি করেছেন বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।