
রাইজিংসিলেট- সিলেটের বিয়ানীবাজারে আইফোনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ২২ বছর বয়সী এক যুবক ইমন আহমদ খুন হয়েছেন।
বুধবার উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে তার হাত-পা ও মুখ বেঁধে একটি মৎস্য আড়তের পাশে লাশ উদ্ধার করা হয়। নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।
ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের নিজের গ্রামের ২৩ বছর বয়সী আশরাফুলকে আটক করেছে পুলিশ। আশরাফুল আব্দুল করিম মনাইরের ছেলে। সূত্রে জানা যায়, ইমন আহমদ একটি আইফোন ব্যবহার করতেন, এবং আশরাফুল সেই ফোনের প্রতি আগ্রহী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোন ছিনতাই সংক্রান্ত বিরোধে হত্যাকান্ড ঘটেছে।
বিয়ানীবাজার থানার ওসি মো: ওমর ফারুক জানিয়েছেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশ হত্যার প্রকৃত কারণ выяс করতে তদন্ত চালাচ্ছে।