
রাইজিং সিলেট- সিলেটে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ ফের বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।
তাদের তথ্য অনুযায়ী, ১ ও ২ আগস্ট—এই দুই দিনে কোনো নতুন ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও ৩ আগস্ট পর্যন্ত সময়ে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। এদের মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে রোগী ভর্তি আছেন। এছাড়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে দুইজন রোগী চিকিৎসা নিচ্ছেন।
তবে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুজনিত কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে চারটি করোনা পরীক্ষা করা হলেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি।