ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ৮২৪ জন

rising sylhet
rising sylhet
জুন ২৬, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটে প্রথম দিনের এইচএসসি ও সমমানের বাংলা ১ম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে কোন শিক্ষার্থী বহিষ্কার না হলেও পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ৮২৪ জন।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। অন্তত ৩০ মিনিট আগে এসে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ৬৯ হাজার ৬৮৩ জন।

গত বছরে ৮৩ হাজার ১৬৫ জন অংশগ্রহণ করে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। এবার পরীক্ষায় মোট ছাত্র ২৭ হাজার ৮৬৮ জন ছাত্র এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫ জন ছাত্রী অংশগ্রহণ করেছে।

কর্তৃপক্ষ বলছে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমার একটাই কারন বিদেশ যাওয়ার প্রবনতা।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বাংলা ১ম পত্রে সিলেটে মোট ৬২ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৯৯৩ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৮২৪ জন। প্রথম পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১.৩১%।

এদিকে, পরীক্ষার চলাকালীন সময়ে মনিটরিং করার জন্য বোর্ডের ৬টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে ২৩টি বহিঃ ভিজিল্যান্স টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।