
রাইজিংসিলেট- সিলেট বিভাগে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব দিনে দিনে উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে, যার মধ্যে শুধু অক্টোবর মাসেই ৫১ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার, ১৩ অক্টোবর, সিলেটের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগটির মধ্যে হবিগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জ জেলায় ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায়—এ পর্যন্ত সেখানে ১৩১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বাকি জেলার পরিস্থিতি অনুযায়ী, সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৪৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ২২ জন। তবে সুখবর হচ্ছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৭ জন রোগী।
এদিকে করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ করোনা সংক্রমণ শনাক্ত হয় ২৩ জুলাই।