ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে শনাক্ত ৩ জন

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৪, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট বিভাগে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব দিনে দিনে উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে, যার মধ্যে শুধু অক্টোবর মাসেই ৫১ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার, ১৩ অক্টোবর, সিলেটের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগটির মধ্যে হবিগঞ্জ, সিলেট এবং সুনামগঞ্জ জেলায় ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায়—এ পর্যন্ত সেখানে ১৩১ জন রোগী শনাক্ত হয়েছেন।

বাকি জেলার পরিস্থিতি অনুযায়ী, সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৪৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ২২ জন। তবে সুখবর হচ্ছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৭ জন রোগী।

এদিকে করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ করোনা সংক্রমণ শনাক্ত হয় ২৩ জুলাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।