ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভয়াবহ লোডশেডিং, জনদুর্ভোগ চরমে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১০, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- যান্ত্রিক ত্রুটির কারণে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে সারা দেশে লোডশেডিং দেখা দিলেও সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিলেটবাসী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গরমের তীব্রতা ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের এই সংকট অস্থায়ী। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিছুটা উন্নতি আশা করা হচ্ছে।

সিলেট পিডিবি সূত্রে জানা গেছে, বর্তমানে নগরীর বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি হলেও জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৫.৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতরায় মাত্র ৩.৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, গ্রিড থেকে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ না পাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পরিস্থিতি কতদিন এভাবে চলবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে দ্রুতই অবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।