ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অ ভি যা ন শুরু ২০ জুলাই

rising sylhet
rising sylhet
জুলাই ১৮, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী মোটরযানগুলোর চলাচল বন্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার, ২০ জুলাই। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

দিন ও রাতে একযোগে চলবে এই অভিযান, যা নগরীর প্রধান সড়ক ও মহাসড়কজুড়ে পরিচালিত হবে।

১৭ জুলাই বিকেলে এসএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মিনিবাস ২০ বছর এবং ট্রাক ও অন্যান্য মালবাহী যান ২৫ বছর পর্যন্ত চলতে পারবে। মেয়াদোত্তীর্ণ যানবাহন অবৈধ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে রংচটা, অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি করে এমন যান এবং অনুমোদনবিহীন গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় বিআরটিএ সিলেট অফিসের প্রতিনিধিসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ চলবে। তবে অভিযানের সময় কেউ নিয়ম না মানলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।