
রাইজিংসিলেট- সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মোটরসাইকেল চালক ও যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। হেলমেট না পরা বা অতিরিক্ত যাত্রী বহনের ক্ষেত্রে এবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, চালক ও একজনের বেশি যাত্রী বহন বা হেলমেট না পরলে প্রথমবার ৩ হাজার টাকা এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে ৬ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া, প্রয়োজনে কারাদণ্ডও দেওয়া হতে পারে।
এসএমপি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এই বিধান কার্যকর হবে। আগামী এক সপ্তাহের মধ্যে মোটরসাইকেল চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।