ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যাত্রী দুর্ভোগ ও সংকট সমাধানের লক্ষ্যে যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৩, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর যাত্রী কল্যাণ সমিতি উদ্যোগে সিলেটে যাত্রী দুর্ভোগ ও সংকট সমাধানের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর মদিনা মার্কেটস্থ হক সুপার মার্কেটে সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি খাজা মিয়া, সহ সাধারণ সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুজ জব্বার, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন বিরাই, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম, অফিস সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা রাসেল আহমদ, প্রফেসর মুরাদ আহমদ, সদস্য রফিকুল ইসলাম, মিজানুর রহমান, ছালাউদ্দিন চৌধুরী, রেজাউল করিম, মইনুল ইসলাম, আক্তার রশিদ, মনু মিয়া, ময়না মিয়া প্রমুখ।

সভায় বক্তারা স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও নগরবাসীর যাতায়াতের দুর্ভোগ ও সংকট সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়ে বলেন, ইদানিং নগরীতে যাত্রী চলাচলে অনেক দুর্ভোগ ও কষ্ট উপভোগ করতে দেখা যায়। সিলেটে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলে অফিস আদালত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী ও যাত্রীরা কম টাকায় নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারতেন। কিন্তু দুঃখ্যজনক হলেও সত্য ব্যাটারি চালিত রিক্সা বন্ধ থাকায় বর্তমানে যাত্রীরা যাতায়াতের সময় সিএনজি অটোরিক্সায় বেশি ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হয়। এ নিয়ে যাত্রী ও সিএনজি চালকদের সাথে ভাড়ার ব্যাপারে প্রায়সময় কথা কাটাকাটি ও সমস্যার সৃষ্টি হয়। বক্তারা অনতিবিলম্বে নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করে দিয়ে শিক্ষার্থী, যাত্রী, নগরবাসীকে দুর্ভোগ ও সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উধার্ত আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।