ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শনিবার নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৭, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট নগরীর কিছু এলাকায় আগামী শনিবার (১৮ অক্টোবর) নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিডিবি সূত্রে জানা গেছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রে বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এ কারণে শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সিলেটের নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না:
লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও আশপাশের অঞ্চল।

এছাড়াও, ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারে উন্নয়ন কাজের কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহমীর মসজিদ এবং আব্দুল মতিন ট্রেডার্স এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।

পিডিবি জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আগেভাগেই চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।