রাইজিংসিলেট- সিলেট নগরীর তালতলা এলাকায় সিলগালা করা একটি হোটেলে চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ‘হোটেল বিলাশ’-এ এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা হোটেলের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী চুরি করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। কিছু সময় পর ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।
হোটেল কর্তৃপক্ষের দাবি, আগুন লাগানোর আগে হোটেলে চুরি সংঘটিত হয়েছে এবং তাতে আনুমানিক ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন, এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
হোটেলের ম্যানেজার লিটন মিয়া বলেন, “সকালে আগুনের খবর পেয়ে এসে দেখি দরজা ভাঙা, ভেতরে চুরি হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে।”
মালিক শুকুর মিয়া লস্কর জানান, প্রশাসনের নির্দেশে হোটেলটি পূর্বেই সিলগালা ছিল। “মঙ্গলবার ভোরে কে বা কারা ভেতরে ঢুকে আগুন লাগায় এবং এর আগে চুরি করে। সব মিলিয়ে আমাদের প্রায় ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে,” বলেন তিনি।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, “হোটেলটি বন্ধ থাকলেও ধোঁয়া দেখা গেলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সামনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনি।”
কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, “এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”