
সিলেটে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে, সোমবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংগৃহীত নমুনাগুলোর মধ্যে ছয়টি পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে চারজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা কেউ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন, আবার কেউ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে করোনায় একজনের মৃত্যু হয়েছে সিলেটে। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ওই রোগী আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।