ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৯৯৯-এ ফোন করে ফাঁদ পেতেছিলেন, নিজেই ফেঁ সে গেলেন

rising sylhet
rising sylhet
জুলাই ১৫, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট শহরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী রিপন মিয়া (৩৩) মূলত একজন সিকিউরিটি গার্ডকে ফাঁসাতে চেয়েছিলেন বলে জানা গেছে।

তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর এলাকার বাসিন্দা, বর্তমানে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন উত্তর জাহানপুরে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রিপন ৯৯৯-এ ফোন করে দাবি করেন, সিলেটের টিলাগড় সরকারি কলেজের সামনে তার মোবাইল ও নগদ অর্থ ছিনতাই হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অনুসন্ধান শুরু করলে রিপনের বর্ণনা অনুযায়ী এক সিকিউরিটি গার্ডকে শনাক্ত করা হয়। পরে রিপন ওই ব্যক্তিকে মারধর করলে পুলিশ উভয়কে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে রিপন কয়েকজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দিলেও তদন্তে বের হয়ে আসে, ঘটনাটি সাজানো। আসলে তিনি এবং আরেক ব্যক্তি মোবাইলে জুয়া খেলছিলেন এবং সিকিউরিটি গার্ড তাদের সেখান থেকে সরিয়ে দেন। প্রতিশোধ নিতে রিপন মিথ্যা অভিযোগ করেন।

জিজ্ঞাসাবাদে রিপন নিজেই স্বীকার করেন যে, কোনো ছিনতাই হয়নি এবং তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন।

পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, মিথ্যা অভিযোগের মাধ্যমে কাউকে ফাঁসানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।