ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে`র উইমেন্স হাসপাতাল থেকে রোগী নিখোঁজ

rising sylhet
rising sylhet
জুন ১৭, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী নিখোঁজ হয়েছেন। তার নাম আব্দুল মান্নান। বয়স অনুমান ৬২ বছর। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।

জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজ আব্দুল মান্নান স্ট্রোক করে সিলেট উইমেন্স মেডিকেলে ভর্তি হয়েছিলেন। রবিবার (১৫ জুন) ভোরে তিনি সবার অজান্তে হাসপাতাল থেকে নিখোঁজ হন। হারিয়ে যাওয়ার সময় আব্দুল মান্নানের পরনে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি ছিল। সাথে লাল গামছা ও একটি পানির বোতল ছিল। তাঁর চুল ও দাঁড়িতে মেহেদি রঙ করা।

আবদুল মান্নান উইমেন্স মেডিকেলের ৯ম তলার ৩২ নম্বর ওয়ার্ডের ৭ নং বেডে ভর্তি ছিলেন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজির পর কোনো সন্ধান না পাওয়ায় আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া সিলেট কোতোয়ালি থানায় জিডি করেছেন। জিডি নং- ১১৩৮।

নিখোঁজ আব্দুল মান্নান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। অসুস্থ আব্দুল মান্নান নিখোঁজ হওয়ার খবরে পরিবারের সদস্যরা অনেকটা দিশেহারা। কোনো সৃহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে অবহিত হয়ে থাকলে তার ছেলে মামুনের ০১৭৮৬৩৮০৫৪৫, ০১৬৪৮৮৬৮৭৪৬, ০১৩১৩৫২১১৩৫, ০১৭১৩৫২৬৩৮০ অথবা তদন্তকারী এসআই (নিরস্ত্র) মো. আজহারুল ইসলাম ০১৭১৮৫৭৫৭৯০ নাম্বারে বা নিকটস্থ যে কোনো পুলিশ স্টেশনে অবগত করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।