
নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্যের সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট জেলা প্রশাসক এর সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সর্বাঙ্গীণ সহযোগীতা থাকবে বলে আশ্বাস দেন নগর সভাপতি মো. জাকির হোসেন। এসময় ইসলাম, দেশ ও মানবতাবিরোধী যে কোন কার্যক্রমে জেলা প্রশাসক কার্যকরী বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ আরাফাত, প্রচার সম্পাদক মোহাম্মদ অপু আহমেদ, প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাহিদুল ইসলাম সাজুল, উপ-সম্পাদক মো. হোসাইন আহমদ, দক্ষিণ সুরমা থানা শাখার যুগ্ম সম্পাদক হাসান আহমদ প্রমুখ।