ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত এলাকায় পৃথক দুটি অ ভি যা নে পণ্য জব্দ করেছে বিজিবি

rising sylhet
rising sylhet
নভেম্বর ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু, মহিষ ও ভারতীয় অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে চালানো ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও একটি পিকআপ জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

সোমবার (১০ নভেম্বর) ভোররাতে ১৯ বিজিবির আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহলদল গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।