ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৮, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,সীমান্তে শক্তি জোরদারের পাশাপাশি যেকোনো অপতৎপরতা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিজিবির সহায়তা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কোনো উসকানি প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, সীমান্তে সবসময় প্রস্তুত থাকবে বিজিবি। তবে সীমান্তে সে ধরনের বড় কোনো উত্তেজনা এখন নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে বিজিবি অত্যন্ত সহনশীল, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি আগের চেয়ে সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স। কোনোভাবে দেশ আক্রান্ত হলে বিজিবির সৈনিকরা প্রতিরোধ করবে। পাশাপাশি তারা শত্রুদের মোকাবিলা করে এগিয়ে যাবে। তবে যেকোনো বাহিনীর শক্তি বাড়াতে বাজেট একটি বড় বিষয়।

সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের উদ্বেগের কারণ নেই জানিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় প্রস্তুত।

৫৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।