ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, এসআই নি হ ত

rising sylhet
rising sylhet
মার্চ ৩১, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এসআই মহিউদ্দিন আহমদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরেক পুলিশ সদস্য এএসআই মামুন আহমদ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জ কোর্টের দায়িত্বরত এসআই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিলেট থেকে একটি প্রাইভেট কার দিয়ে সুনামগঞ্জ কোর্টে আসছিলেন এসআই মহিউদ্দিন আহমদ ও মামুন আহমদ। গাড়িটি সিলেট -সুনামগঞ্জ সড়কে আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান এসআই মহিউদ্দিন।

এ সময় স্থানীয়রা আরেক পুলিশ সদস্যকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে কোর্টে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এবং অপর আরেক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

১৬২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।