রাইজিংসিলেট- সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির এক সমাবেশে এক কর্মী দলীয় নেতার হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন, যদিও তার ব্যাংক হিসাবে ছিল মাত্র ৩ হাজার ৪১২ টাকা। বিষয়টি জানাজানি হওয়ার পর চেকটি পরদিন সেই কর্মীকে ফেরত দেন স্থানীয় বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে চেকটি ফেরত দেওয়ার সময় কামরুজ্জামান কামরুল বলেন, “এটি ছিল ধানের শীষের সমাবেশ। হাজারো মানুষ উপস্থিত ছিলেন। অনেকে ফুল ও টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই কর্মীও আবেগ থেকে চেকটি দিয়েছেন—এটি তার ভালোবাসার প্রকাশ, আমি সেটাই গ্রহণ করেছি।”
জানা যায়, শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। সমাবেশ চলাকালে তাহিরপুরের মান্দিয়াতা গ্রামের কর্মী নূর কাসেম মঞ্চে উঠে নির্বাচনী সহায়তা হিসেবে ১০ লাখ টাকার একটি চেক দেন।
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ছাড়াও মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন প্রয়াত নেতা নজির হোসেনের স্ত্রী সালমা নজির, আনিসুল হক, মাহবুবুর রহমান, হামিদুল হক আফিন্দী ও আবদুল মোতালেব খান।