
রাইজিংসিলেট- সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নিরাপত্তা ব্যবস্থা, পরিচয়পত্র বাধ্যতামূলক। অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করার পরদিনই সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আদালত এলাকায় প্রবেশের সময় সবার জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।
০৪ আগস্ট, সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, তাদের সহকারী, বিচারপ্রার্থী ব্যক্তি এবং কোর্টের কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রবেশকালে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অফিসিয়াল আইডি প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য, ৩ আগস্ট, রোববার সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করে আদালতের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল টিম। সকাল ও দুপুরে পৃথকভাবে তাদের আটক করা হয়।