ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

“সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমার শেষ দায়িত্ব” সিইসি নাসির উদ্দিন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের জন্য কিছু করার এটিই তার জীবনের শেষ সুযোগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন তিনি। এজন্য জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান বলে জানান।

৭ অক্টোবর, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এতে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “৭৩ বছর বয়সে এসে আমি বুঝি, জীবনের আরেকটি বড় কাজ করার সুযোগ সামনে রয়েছে। তাই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির প্রতি আমার দায়িত্ব পালন করতে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি জানান, নির্বাচন নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় নির্বাচন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে দেখা হবে। বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, এবার প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে। একইসঙ্গে সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের একটি হাইব্রিড ডিজিটাল পদ্ধতির প্রস্তুতিও চলছে।

নারী-পুরুষ ভোটার অনুপাতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদে জনগণের অংশগ্রহণ বেড়েছে, যা আগের চেয়ে অনেক বেশি উৎসাহব্যঞ্জক।

এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য এবং গুজবের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, “নতুন প্রযুক্তির অপব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।”

উক্ত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সাবেক ও অভিজ্ঞ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁদের অভিজ্ঞতার আলোকে নানা দিক তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।