ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্থতার জন্য পবিত্র দোয়া: ইসলামিক দৃষ্টিকোণ

rising sylhet
rising sylhet
জুলাই ৩০, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুস্থতার জন্য পবিত্র দোয়া: ইসলামিক দৃষ্টিকোণ। আধুনিক জীবনের ব্যস্ততা, মানসিক চাপ ও নানান রোগব্যাধির মাঝে একজন মুমিনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে শারীরিক ও আত্মিক সুস্থতার জন্য দোয়ার গুরুত্ব অপরিসীম।

পবিত্র কুরআন ও হাদিসে এমন অনেক দোয়া উল্লেখ আছে যা রোগ থেকে আরোগ্য লাভ ও শারীরিক সুস্থতা কামনার জন্য পাঠ করা হয়। নিচে এমন একটি প্রামাণ্য দোয়া তুলে ধরা হলো:

“আল্লাহুম্মা ইন্নি আ’উযু বিকা মিনাল-বারাসি, ওয়াল-জুনূনি, ওয়াল-জুযামি, ওয়া মিন সাইয়্যি-ইল-অস্‌ক্বাম।”
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কুষ্ঠ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরণের ভয়ানক রোগ থেকে।
(সূত্র: আবু দাউদ, হাদিস: ১৫৫৪)

এছাড়াও অসুস্থতার সময় নবী করিম (সা.) যে দোয়া পড়তেন, তা হলো:

“আযহিবিল-বাস, রব্বান্নাস, ইশফি, আন্তাশ-শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউকা, শিফাউঁ লা ইউগাদিরু সাক্বামা।”
অর্থ: কষ্ট দূর করে দাও, হে মানুষের প্রতিপালক, আরোগ্য দান করো। তুমি-ই আরোগ্য দানকারী। তোমার দেওয়া শিফা ছাড়া অন্য কোনো শিফা নেই; এমন শিফা দাও, যাতে কোনো অসুখ না থাকে।
(সহীহ বুখারি ও সহীহ মুসলিম)

সুস্থতার জন্য শুধু শারীরিক যত্নই নয়, আত্মিক সংযোগ এবং আল্লাহর প্রতি নির্ভরতাও অত্যন্ত জরুরি। এসব দোয়া নিয়মিত পড়া, পাশাপাশি সদাচরণ ও হালাল খাদ্য গ্রহণ আমাদের শরীর ও আত্মার সুস্থতায় সহায়ক হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।