ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে ৮১ বোতল ভারতীয় মদ,নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে আ ট ক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৭, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৮১ বোতল ভারতীয় মদ,নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মাদক সহ পৌর শহরের চরেরবন্দ গ্রামের একটি বাড়ি থেকে ৩ মাদক কারবারিকে আটক করে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯.০০ টার দিকে তাদের আটক করা হয়েছে।

সেনাবাহিনীর হাতে আটক মাদক কারবারিরা হলেন,পৌর সভার চরেরবন্দ গ্রামের হুশমত আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন(৪০),জমির উদ্দিনের ছেলে মো.নাসির উদ্দিন (৪৭) এবং হাশেম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ(৩৫)।

তাদেরকে সেনাবাহিনী মদপানরত অবস্থায় আটক করে এবং বাড়ি তল্লাসী করে এসি ব্লাক ৪৪ বোতল,অফিসার চয়েজ ৪১ বোতল সহ মোট ৮১ বোতল মদ এবং নগদ ১ হাজার ১৪০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ জানান,মদ সহ আটক ৩ মাদক কারবারিকে ছাতক থানায়
হস্তান্তর করা হয়েছে।

৫১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।