
হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রয়াত হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে।
মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মাঝে। চোখ ভিজে ওঠে কোটি ভক্তের। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। গুণী এ সংগীতশিল্পীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তার ছেলে আনন্দ ভোঁসলে।
কিংবদন্তি সংগীতশিল্পীর খবর দেখে শোকে স্তব্ধ তার অনুরাগীরা। মৃত্যুর গুঞ্জন চোখ এড়ায়নি আশার পরিবারের। গায়িকার ছেলে আনন্দ ভোঁসলে জানান, মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। সুস্থ আছেন আশা ভোঁসলে। কিছু হয়নি তার। কীভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ গায়িকার মালা পরানো একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হয় ‘বর্ষীয়ান গায়িকা মারা গেছেন। একটি যুগের অবসান’। ওই পোস্টে আরও দাবি করা হয়েছে ১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৪৩ সাল থেকে শুরু করে দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান গেয়েছেন। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৮টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা-সহ নয়টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি।