ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামীর মৃত্যু, সন্তান বাবা হারা

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৩, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের কামারবাড়ি নামক স্থানে ওই ঘটনা ঘটে যে দুবাই প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা।

নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৩৫)। তিনি দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের আব্দুর রউফ বিশ্বাসের ছেলে। সোহেল ৫ বছর দুবাই প্রবাসী ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফিরেছেন। স্ত্রীর পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণ করছেন স্বজনরা।

নিহতের ভাই শাকিল বলেন, সদরের আলমনগর গ্রামের আলিম হোসেনের মেয়ে খুশির সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় সোহেল রানার। এই দম্পতির ঘরে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। মাস দুয়েক হলো সে বাড়িতে ফিরেছেন। দীর্ঘদিন বিদেশে থাকার সময়ে ভাবি খুশির সঙ্গে তার বাবার বাড়ি এলাকা আলমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারাবির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রবাসী স্বামী দেশে ফিরলে বাধা হওয়ার কারণে থাকে হত্যার পরিকল্পনা করে তারা।

সেই পরিকল্পনার অংশ হিসাবে বুধবার বিকেলে ভাবি-ভাই সোহেলকে তার বাবার বাড়িতে আসতে বলে। মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়িতে যাওয়া পথিমধ্যে কামারবাড়ি নামক স্থানে পৌঁছালে ভাবির প্রেমিক ফোরাবি গতিরোধ করে এলোপাতালি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

যশোর  মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

৯১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।