ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট ❝প্যান্ট❞ চেইন খুললেই নোটিফিকেশন যাবে স্ত্রীর ফোনে

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কখনো কি স্মার্ট প্যান্টের কথা শুনেছেন কিংবা ভেবেছেন? স্মার্ট ফোন এখন সবার হাতে হাতে। কিন্তু ‘স্মার্ট প্যান্ট’ শব্দটি শুনেই কেমন যেন মনে হচ্ছে না। আচ্ছা, কী হতে পারে এই স্মার্ট প্যান্ট? যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, স্মার্ট প্যান্টের চেইন খুললেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। অর্থাৎ, প্যান্টের সঙ্গে যদি স্ত্রীর ফোনের সংযোগ থাকে, তাহলে প্যান্টের চেইন খোলার সঙ্গে সঙ্গে প্রিয়তমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন।

সম্প্রতি গাই ডুপন্ট নামের একজন ব্যবহারকারী টুইটারে এই স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্যান্টের চেইন খোলা মাত্রই ওই ব্যক্তি হাতে থাকা ফোনে একটি পুশ নোটিফিকেশন পান। যা মূলত একজন বন্ধুর জন্য তৈরি করেছেন তিনি।

টুইটে তিনি জানান, বন্ধুর অনুরোধে এই স্মার্ট প্যান্টগুলো তৈরি করেছেন তিনি। তার বন্ধু এমনই প্যান্ট চেয়েছিলেন, যার চেইন খোলামাত্র এর সময় জানতে পারবেন তিনি।

কীভাবে কাজ করে স্মার্ট প্যান্ট: ডুপন্ট ইফেক্ট সেন্সরসহ এক জোড়া জিন্সের সঙ্গে কয়েকটি সুরক্ষা পিন সংযোগ করেছেন। আর চেইনের সঙ্গে কানেক্ট করেছেন একটি শক্তিশালী চুম্বক। এ প্রক্রিয়ায় কিছু তারেরও প্রয়োজন হয়েছে। যা ইএসপি-৩২ এর সঙ্গে সংযোগ করা হয়েছে।

এ কারণে প্যান্টের চেইন খোলা হলে ইফেক্ট সেন্সর কয়েক সেকেন্ডের জন্য চালু হয়। এরপরই ফোনে একটি নোটিফিকেশন চলে যায়। ফলে কখন চেইন খোলা হচ্ছে এবং কতক্ষণের জন্য খোলা থাকছে―এই সব তথ্য থেকে যায় সংযোগ করা ফোনে। ‘ওয়াই আই এফ এল ওয়াই’ (WiFly) ফিচারের মাধ্যমে নোটিফিকেশন যায় ফোনে। আর প্যান্টটিতে সেন্সর থাকায় ধোয়ার কোনো সুযোগ নেই এর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।