রাইজিংসিলেট- হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার শরীফখানি মহল্লা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এর পুর্বে গত ২৯ অক্টোবর বানিয়াচং থানায় উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফকে প্রধান আসামী করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরো শতাধিক নেতাকর্মীদের। সরকারি কাজে বাধা প্রধান, হত্যার উদ্দেশ্যে আক্রমণসহ বিষ্ফোরক উদ্ধারের ঘটনায় এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।