
রাইজিংসিলেট- হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ, মূল অভিযুক্ত গ্রেফতার। হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের মামলায় মুস্তাকিন মিয়া (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। একইসাথে উদ্ধার করা হয়েছে ভিকটিমকেও। গ্রেপ্তারকৃত মুস্তাকিন বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল মুস্তাকিন। চলতি বছরের ১৩ মে, পরীক্ষা শেষে স্কুলের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে সে। ঘটনায় ভিকটিমের বাবা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা চালিয়ে ৫ আগস্ট রাতে বাহুবল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।