ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে কলেজের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ ও ছাত্র হেনস্তার অভিযোগ

rising sylhet
rising sylhet
জুলাই ১৪, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জে কলেজের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ ও ছাত্র হেনস্তার অভিযোগ। হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও ছাত্রকে হেনস্তা করার অভিযোগে নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখান্ত করা হয়েছে।

একই সাথে ঘটনা তদন্তে ইতিহাস বিভাগের প্রধান সৈয়দা রকিবুন্নাহারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম রোমান মিয়া (৩২)।

শুক্রবার (১৪ জুলাই) বৃন্দাবন কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়ে সিকিউরিটি গার্ড (নিরাপত্তাকর্মী) রোমান মিয়া গত ১০ জুলাই কলেজ চলাকালীন সময়ে জনৈক এক ছাত্রীকে ধর্ষণ করেছে। বিষয়টি জানতে পেরে বিভিন্ন ছাত্র সংগঠন কলেজের অধ্যক্ষকে অবগত করলে অধ্যক্ষ রোমান মিয়াকে তার কক্ষে তলব করেন। অধ্যক্ষের জিজ্ঞাসাবাদে রুমান মিয়া ধর্ষণের কথা অস্বীকার করে। এসময় অভিযুক্ত রোমান মিয়া ধর্ষণের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন এবং তিনি জানান, ‘‘একটি কক্ষে এক ছাত্রের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতে দেখে ওই ছাত্রী ও ছাত্রকে সে মারধর করেছে। মেয়েটিকে ধর্ষণ বা কোনো রকমের যৌন হেনস্তা করেননি’’।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘‘এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।