রাইজিংসিলেট- হবিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেলো কিশোরের। হবিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নয়ন মিয়া (১৪) নামে এক কিশোরের। শুক্রবার (১৮ আগস্ট) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে নয়ন মিয়া নামে ওই কিশোর বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ডাল কাটতে উঠে। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।