 
রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুরে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট রেল লাইনের নোয়াপাড়া রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুমন মিয়া উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সুমন মিয়া সকালে বন থেকে জ্বালানী কাঠ সংগ্রহ করতে যায়। কাঠ সংগ্রহ করা শেষে সে রেল লাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খাঁন বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                         
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
 
                                     
                                     
                                 
                                                                     
                                 
                                