ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

হবিগঞ্জে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছ- এমদাদুল হক মিলন অরফে রিপন মিয়া (৩৮), মো. নাজমুল অরফে নাজমুল হক অরফে নাজমুল ইসলাম (৩১) ও মো. হৃদয় মিয়া (২৮)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায়।

গত বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গত বুধবার রাত তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে পাকা রাস্তার উপর চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে ফেরার পথে অজ্ঞাতনামা ১৫-১৬ জনের ডাকাত দলের সক্রিয় সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তার উপর গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে। ডাকাতরা যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর গাড়ীরচালক বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।