 
রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ দখলদারের কবল থেকে সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার আশ্রাবপুর গ্রামে এক ব্যক্তির হাতে থাকা ৪৫ শতক জায়গা উদ্ধার করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম মাহবুব।একই সাথে উদ্ধারকৃত জায়গায় লাল নিশান টানিয়ে টানিয়ে হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মাহবুব আলম মাহবুব জানান, আশ্রাবপুর গ্রামের প্রভাবশালী আবদাল মিয়াসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা নিজেদের দাবি করে দখলে রেখেছিলেন। একই সাথে প্রভাব খাটিয়ে খুরশেদ আলম নামে এক নিরীহ ব্যক্তির জায়গাও দখল করে রেখেছিল আবদাল মিয়াসহ তার লোকজন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সরকারি খাস জায়গাটি উদ্ধার করে লাল নিশান টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। এ সময় দখল করে রাখা খুরশেদ আলমের জায়গাতেও অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্ক করে দেয়া হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, যারাই সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                                                     
                                 
                                