ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দখলদারের কবল থেকে সরকারি জায়গা উদ্ধার

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ দখলদারের কবল থেকে সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার আশ্রাবপুর গ্রামে এক ব্যক্তির হাতে থাকা ৪৫ শতক জায়গা উদ্ধার করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম মাহবুব।একই সাথে উদ্ধারকৃত জায়গায় লাল নিশান টানিয়ে টানিয়ে হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মাহবুব আলম মাহবুব জানান, আশ্রাবপুর গ্রামের প্রভাবশালী আবদাল মিয়াসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা নিজেদের দাবি করে দখলে রেখেছিলেন। একই সাথে প্রভাব খাটিয়ে খুরশেদ আলম নামে এক নিরীহ ব্যক্তির জায়গাও দখল করে রেখেছিল আবদাল মিয়াসহ তার লোকজন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সরকারি খাস জায়গাটি উদ্ধার করে লাল নিশান টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। এ সময় দখল করে রাখা খুরশেদ আলমের জায়গাতেও অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্ক করে দেয়া হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, যারাই সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।