ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দুপুর-বিকালের মধ্যে পানিতে ডুবে ৩ শিশুর মৃ ত্যু

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার পৃথক স্থানে দুই শিশু ও সদর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪)  সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পানিতে পড়ার বিষয়টি বুঝতে পেরে পুকুর থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা  মাধবপুর উপজেলা  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে উপজেলার ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার  করে হাসপাতালে নেওয়া হয়।

মাধবপুর উপজেলা কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

এদিকে শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে পুকুরে ডুবে রিফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি জানান বিকেল ৪টার দিকে ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে রিফাত সকলের অগোচরে পানিতে ডুবে যায়। স্বজনেরা পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।