রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রীকে হত্যার পর আদালতে গিয়ে অপরাধের দায় স্বীকার করেছেন রাজন মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।
নিহত শাপলা আক্তার (২৫) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। তিনি স্বামী রাজন মিয়ার সঙ্গে মাধবপুরের করড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া সন্দেহ ও পারিবারিক বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার রাতে ঝগড়ার একপর্যায়ে রাজন মিয়া স্ত্রী শাপলাকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ পাশের বালুর স্তুপে লুকিয়ে রাখেন।
পরদিন সকালে রাজন নিজেই আদালতে হাজির হয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন। আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।