ঢাকাশুক্রবার , ৭ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৬ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
জুন ৭, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

হবিগঞ্জে ৬ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার (৬ জুন) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতীয় চিনি নিয়ে কয়েকটি ট্রাক চোরাচালানের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- বৃহস্পতিবার রাতে এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন তিতারকোনা নামকস্থানে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এরআগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকার উমাইরগাঁও-এর রাস্তায় ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে জালালাবাদ থানাপুলিশ। এসময় একটি মোটরসাইল ( সিলেট মেট্রো-ল-১২-২৭৪৯) ও একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০৮৯৫) ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।