রাইজিংসিলেট- জাতীয় দলের হয়ে তামিম ইকবালের মাঠে ফেরাটা এখনো রয়েছে অনিশ্চয়তার মধ্যেই। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আলোচনায় তামিম। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অভিজ্ঞ এই ওপেনারের যে সুসম্পর্ক নেই সেটা প্রায় সকলেরই জানা। টাইগারদের বর্তমান কোচ দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন কিনা, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম।
দেশের একটি বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে তামিম কথা বলেন সাম্প্রতিক সময়ের নানা ইস্যু নিয়ে। অবসর কাণ্ড, অধিনায়কের দায়িত্ব ছাড়া, সমর্থকদের সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই ওপেনার।
হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আফগানিস্তান সিরিজে হুট করে কেন অবসর নিয়েছিলেন তামিম- এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো।