ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাদি হ ত্যা কাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে-এইচআরডব্লিউ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আক্রমণ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত, তখন এমন সহিংসতা উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যুব নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড একটি শকিং ঘটনা। আগস্টে পটপরিবর্তনের পর থেকে দেশে যে গণপিটুনি ও বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছে, তা প্রতিরোধে বাংলাদেশ কর্তৃপক্ষকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।

প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু রাজনৈতিক দলের উসকানিমূলক বক্তব্য দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। এমন সহিংস প্ররোচনা গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচনের তারিখ ঘোষিত হলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।