ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক, মস্তিষ্কে গুরুতর জটিলতা: চিকিৎসকরা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত নাজুক এবং ক্লিনিক্যালি তিনি এখনো গুরুতর ঝুঁকির মধ্যেই রয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের এক জরুরি বৈঠক শেষে একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। তিনি জানান, হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

চিকিৎসক জানান, বৈঠকের আগেই হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ এই স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) এবং অক্সিজেনের ঘাটতির প্রমাণ পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া মস্তিষ্কের কয়েকটি স্থানে ছড়িয়ে থাকা রক্ত জমাট বাঁধার লক্ষণও দেখা গেছে। সব মিলিয়ে তার ব্রেনের বর্তমান অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, হাদির ফুসফুসের অবস্থার তেমন পরিবর্তন হয়নি এবং লাইফ সাপোর্টের মাধ্যমেই তার শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিডনির কার্যকারিতা এখনো স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় চার লিটার প্রস্রাবের পরিমাণ অনুযায়ী শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এর আগে তার শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের জটিলতা থেকে যে ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) দেখা দিয়েছিল, সেটির অবস্থাও বর্তমানে অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো জটিলতা সৃষ্টি হয়নি বলেও জানান চিকিৎসক।

চিকিৎসকদের প্রধান উদ্বেগ এখনো হাদির মস্তিষ্কের অবস্থা ঘিরেই। বিশেষ করে ব্রেন স্টেমের আঘাত অত্যন্ত গুরুতর। অস্ত্রোপচারের দিকের বিপরীত পাশে মস্তিষ্ক সামান্য বাইরে দিকে সরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলেও তারা জানান।

বিদেশে পাঠানোর বিষয়ে চিকিৎসক বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড একটি বিস্তারিত কেস সামারি প্রস্তুত করেছে। তবে রোগীকে স্থানান্তরের মতো শারীরিকভাবে তিনি কতটা স্থিতিশীল, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।