ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাসান মাহমুদ আগের দিনের আফসোস কাটালেন

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৩, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় দিনের শুরুতেই হাসান মাহমুদ আগের দিনের আফসোস কাটালেন। টানা দুই ওভারে পেলেন উইকেট।

আগের দিন দুই দলই লড়েছিল সমান তালে। বাংলাদেশ পাঁচ উইকেট নিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫০ রান। দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলতে হতো বাংলাদেশকে। ওই কাজটি করে দেন পেসার হাসান মাহমুদ।

কিন্তু এরপর কেমন যেন ছন্দপতন ঘটে বাংলাদেশের। অষ্টম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে কেমার রোচের জুটিতে হতাশা নিয়েই যেতে হয়েছে মধ্যাহ্নভোজে।
অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে ক্যারিবীয়রা।

আগের দিন দুর্দান্ত বোলিং করেও উইকেটের দেখা পাননি তিনি। কিন্তু এদিন প্রথম ওভারেই হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান জশুয়া ডি সিলভা। ২৩ বলে করেন ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। সিলভার বিদায়ের পর দিনের দ্বিতীয় উইকেটটিও আসে হাসানের বোলিংয়েই।

কিন্তু তাদের হতাশ হয়েছে জাস্টিন গ্রিভস ও রোচের ব্যাটিংয়ে। মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৮৮ বলে ৪৪ রানের জুটি গড়েছেন দুজন।

তার বলে গালিতে আলজারি জোসেফের দারুণ এক ক্যাচ নেন জাকির হাসান। এরপর বাংলাদেশের দ্রুত অলআউট করাটাই প্রত্যাশায় থাকার।

৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।