ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের খৎনা ক্যাম্পের আয়োজন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর সাবেক কুচাই ইউনিয়ন ও বর্তমান ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের প্রবাসিদের সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে শতাধিক শিশু কিশোরদের জন্য খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নগরীর ৪২নং ওয়ার্ডের বরায়া জামিয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রাঙ্গনে এ উপলক্ষে রেজিষ্ট্রেশন, উপহার, আলোচনা সভা, দোয়া ও আনুষ্ঠানিক খতনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। খৎনা কার্যক্রমে হেল্পিং হ্যান্ডসকে আর্থিক সহযোগিতা করেছেন ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলাম রুবু ও তাহার পরিবার।

খৎনা অনুষ্টানে বরায়া জামিয়া শ্রীরামপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান আনা মিয়ার সভাপতিত্বে ফ্রেন্ডস ৯০ এর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খাঁন মাজেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, শ্রীরামপুর বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী শাহ আহমেদুর রব, প্রবাসি তজম্মুল আলী, মাওলানা আতাউর রহমান, খসরুজ্জামান খসরু, সাহাবুদ্দিন সাবুল, মালেক মিয়া, শামিম আহমদ, জলফু মিয়া, নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাছিব, আব্দুল হাফিজ ছালিক, সাবেক মেম্বার আলতাফুর রহমান টিপু, তাজু মিয়া, আব্দুর রহমান, নিজাম উদ্দিন, রুহিদ আহমদ, তালাল আহদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বরায়া শ্রীরামপুর জামেয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম শবরেজ নেওয়াজ চৌধুরী।

৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।