
রাইজিংসিলেট- স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে খাদ্যপণ্য নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও খাদ্য নিরাপত্তা জোরদার করতে খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কর্মসূচি চালু হচ্ছে।
চাল ও আটার চলমান ভর্তুকিমূলক বিক্রয়ের পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন এক মেট্রিক টন খোলা আটা সরবরাহ করা হবে। এ আটা বিক্রি করা হবে সরকার নির্ধারিত নির্দিষ্ট কেন্দ্র থেকে, প্রতি কেজি ২৪ টাকায়।
এই বিক্রয় কার্যক্রম চলবে সিটি করপোরেশন এলাকা, শ্রমঘন জেলা ও উপজেলা, এবং জেলা সদরের পৌর এলাকায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।