
রাইজিংসিলেট- ১০ সিমেই শেষ! আগস্ট থেকে গ্রাহকের হাতছাড়া হবে অতিরিক্ত নম্বর।মোবাইল ফোনে একাধিক সিম ব্যবহারের যুগে এবার বড় এক পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বর্তমানে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এ লক্ষ্যে ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটরদের কাছে চূড়ান্ত নির্দেশনা পাঠাবে বিটিআরসি।
এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিটিআরসির ৩০ জুনের নিয়মিত বৈঠকে। কমিশনের হিসাবে, নতুন সীমা চালু হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে।
বিটিআরসি জানিয়েছে, অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে কোন ১০টি সিম রাখবেন তা বাছাই করার সুযোগ দেওয়া হবে। ব্যবহার বেশি এমন সিম বা মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত নম্বরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রতারণা, জালিয়াতি ও নম্বর ক্লোন-এর মতো অপরাধ বেড়ে যাওয়ায় বিটিআরসি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বর্তমানে দেশে ১৮ কোটিরও বেশি সক্রিয় সিম রয়েছে, যদিও প্রকৃত গ্রাহকের সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। তাদের মধ্যে ৮০ শতাংশ গ্রাহক ৫টির কম সিম ব্যবহার করেন।
বিটিআরসি জানিয়েছে যে, গ্রাহকদের মতামত নেওয়া ও সচেতনতা বাড়াতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন দেখার বিষয়—সিম কমানোর এই সিদ্ধান্ত প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা আনবে, না কি কিছু গ্রাহকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।