
রাইজিংসিলেট- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকা থেকে ১৩ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত পেট্রোলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৭। জব্দ করা হয়েছে চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি তেলের ট্যাংকার। উদ্ধারকৃত তেলের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে র্যাব-৭ এর চট্টগ্রাম কার্যালয়ের মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক এ.আর.এম মোজাফ্ফর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার শহিদুল্লাহ খান (৫৭) এবং কুমিল্লার সৈয়কত হাসান (১৯)। তারা দীর্ঘদিন ধরে জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
র্যাব জানায়, ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম রামপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। পরে একটি তেলের ট্যাংকার চেকপোস্টের দিকে আসলে থামার সংকেত দিলে চালক ও সহযোগী পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
পরবর্তীতে ট্যাংকারটি তল্লাশি করে এর ভেতর থেকে আনুমানিক ১৩ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তারা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন উৎস থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ করে তা অবৈধভাবে বিক্রি করতো। এসব জ্বালানি তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পাইকারী ও খুচরা দামে সরবরাহ করতো।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।